HS Result 2023 : উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য:
রাজ্যের সেরা দশের তালিকায় অল্পের জন্য স্থান না হলেও উচ্চ মাধ্যমিকে নজরকাড়া সাফল্য অর্জন করল কোচবিহার জেলার সীমান্তবর্তি গ্রামের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়। দিনহাটা মহকুমার এই বিদ্যালয়ের এবারে সর্বোচ্চ নাম্বার পেয়েছে শ্রাবণী বর্মন। তার প্রাপ্ত নম্বর ৪৮৫ । ২ নাম্বার কম আসায় বোর্ডে জায়গা মেলেনি শ্রাবণীর।
অল্পের জন্য বোর্ডে স্থান না মেলায় শ্রাবণী জানায় " একটা আক্ষেপ থেকেই গেল, ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। " শ্রাবণী ভবিষ্যতে ইতিহাস নিয়ে পড়তে চায়।
যদিও তার এই রেজাল্টে সকলে খুব খুশি। এছাড়াও ওই বিদ্যালয়ের আর এক ছাত্রী সুমনা দের প্রাপ্ত নম্বর ৪৭৮,রিজা দেব ৪৭৫,বেবি কর্মকার ৪৭৪, শুভজিৎ বর্মন ৪৬৭ এবং সঞ্জয় রায় ৪৬৬ নাম্বার পেয়ে সাফল্য অর্জন করেছে।
প্রসঙ্গত ২০১৮ সালে উচ্চমাধ্যমিকে এই বিদ্যালয় থেকে অনকুল বর্মন বোর্ডে দশম স্থান অধিকার করেছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননীগোপাল বর্মন জানান " আমাদের বিদ্যালয়ের রেজাল্ট সব মিলিয়ে বেশ ভালোই হয়েছে, দুই নম্বরের জন্য বোর্ডের দশম হতে পারলো না বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী বর্মন। সকল ছাত্র ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।