Coochbehar News : কয়েক ঘন্টার ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহার, এক শিশুসহ আহত ৫

Sangbad Ekalavya
0

Coochbehar News : কয়েক ঘন্টার ঝড়ে লণ্ডভণ্ড কোচবিহার, এক শিশুসহ আহত ৫


coochbehar



বৃহস্পতিবার রাতে দফায় দফায় ঝড়ের কবলে পড়ে কোচবিহার জেলা। ঝরে কোচবিহার শহর পৌর এলাকার 15 নম্বর ওয়ার্ডে গাছ ভেঙে পড়ে সম্পূর্ণ গুরিয়ে যায় দুটি বাড়ি। এক শিশুসহ মোট পাঁচজন আহত হয়েছে ঘটনায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নন্দ সাহা বলেন, আনুমানিক সাড়ে দশটা নাগাদ ঝড় উঠে। কিছুক্ষণ পরে তার বাড়ির পাশে থাকা বিরাট একটি গাছের একটা অংশ ভেঙে পড়ে তার বাড়িতে। সেই মুহূর্তে বাড়িতে তার সাথে তার ছেলের বউ নাতি এবং তার স্ত্রী ছিলেন। বাড়ির সম্পূর্ণ চাল ভেঙে পড়ে তার মাথার ওপর। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে এলাকার বাসিন্দারা।

অন্ধকারের মধ্যে সারারাত ধরে চলে উদ্ধার কাজ। রাতেই উপস্থিত হয় কোচবিহার দমকল, কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ টিম। সকাল হতেই বিপর্যয় মোকাবেলা দপ্তর উপস্থিত হয়ে এলাকায়। তারা উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান দপ্তরের সিনিয়র সদস্য অপু দে।

কোচবিহার সদর ছাড়াও তুফানগঞ্জ মাথাভাঙ্গা এবং দিনহাটাতেও ঝরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে।

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top