বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক পরিবারের

CE-AH
0

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান একাধিক পরিবারের

Dhupguri news



ধুপগুড়ি, জয়ন্ত বর্মণ

পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে যোগদান ও পাল্টা যোগদান কর্মসূচি। বুধবার সন্ধ্যায় জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের মাগুরমারি ১ গ্রাম পঞ্চায়েত ১৫/১২৩ বুথের ১৫ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ‌এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিপু রায়। 



এছাড়াও এদিন উপস্থিত ছিলেন ধূপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক ধরনী রায় সহ অনেকে।



যোগদান কারীরা জানান, দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছি। কিন্তু বিজেপি শুধু ভাওতা দেয়, ১০০ দিনের কাজ করে টাকাটাও পেলাম না। তাই আজকে এলাকার ১৫ টি পরিবার আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।"



তৃণমূল নেতৃত্বের দাবি সবেমাত্র যোগদান শুরু হয়েছে এখন যোগদান চলতেই থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top