দিনহাটার ব্যবসায়ীর সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার সোনার ব্যবসায়ী সহ ৫
দিনহাটা: দিনহাটা শহরের এক ব্যবসায়ীর সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় এক সোনার ব্যবসায়ী সহ মোট ৫ জনকে দুই দিনে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ এদের কাছ থেকে উদ্ধার করে প্রায় ২৫ গ্রাম সোনা, নগদ ৭৩ হাজার টাকা ছাড়াও একটি মোটরবাইক ও চারটি মোবাইল ফোন। গ্রেফতার হওয়া সোনার ব্যবসায়ী হলেন জয়চাঁদ ভোঁসলে। বাকি অভিযুক্তরা হলেন মাহাবুল হক, সুজন বর্মণ, শাহানুর রহমান ও রঞ্জিত বর্মণ।
জানা গিয়েছে, দিনহাটা শহরের ৯ নম্বর ওয়ার্ডের গোপালনগর এলাকায় রাজু তালুকদার নামে এক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিল। সেই সময় খোয়ার রোড সংলগ্ন এলাকায় উল্টোদিক থেকে বাইকে করে এসে দুই যুবক রাজুকে রাস্তায় আটকিয়ে তার গলার থেকে সোনার মালা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।
Post a Comment