IPL 2023: দশমবার আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস
দশমবার আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের সামনে মুখ থুবড়ে পড়লো গুজরাট টাইটানস। এদিন ১৭৩ রান তাড়া করতে নেমে ১৫৭ রানেই অল আউট হয়ে গেল গুজরাত। ১৫ রানে ম্যাচ জিতল গুজরাত।
এই নিয়ে দশম বার আইপিএলের ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। রুতুরাজের লড়াকু হাফ-সেঞ্চুরির সুবাদে গুজরাট টাইটানসের সামনে জয়ের জন্য চ্যালেঞ্জিং টার্গেট ঝুলিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। চাহার-জাদেজাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অল-আউট করে ফাইনালে পৌঁছে গেল চেন্নাই।
এদিন চেন্নাইয়ের হয়ে রুতুরাজ ও কনওয়ের দুরন্ত ইনিংস ১৭২ রানের স্কোর দাড় করাতে যথেষ্ট ভূমিকা পালন করে। এদিকে গিল (৪২) ও রশিদ খান (৩০) এর লড়াই ব্যর্থ করে ফাইনালের টিকিট কেটে নিল সিএসকে।
উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএল এই প্রথমবার অল-আউট হয় গুজরাট টাইটানস। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ইতিহাসে টাইটানসকে প্রথমবার পরাজিত করে চেন্নাই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊