WBCHSE HS Result 2023: এক ক্লিকেই জেনেনিন উচ্চমাধ্যমিকের ফলাফল
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (WBCHSE HS Result 2023) নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ আগেই হয়েছে, আরও একবার ফলপ্রকাশ বিষয়ে বিজ্ঞপ্তি দিলো সংসদ। আগামী ২৪ শে মে, বেলা ১২ টা ৩০ মিনিট থেকে সকল পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া একাধিক অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জেনে নিতে পারবে।
আগামী ২৪ মে ফল প্রকাশ (WBCHSE HS Result 2023) হলেও এইদিন কিন্তু বিদ্যালয় থেকে কোন মার্কশীট বা সার্টিফিকেট হাতে পাবে না পরীক্ষার্থীরা। ৩১ শে মে পরীক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে তাদের মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে।
গত ১৫ ই মে WBCHSE (West Bengal Board Council Of Higher Secondary Education) বা পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এর তরফে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ২৪ তারিখ (WBCHSE HS Result 2023) বেলা ১২ টা থেকে রবীন্দ্র মিলন মঞ্চ ও বিদ্যাসাগর ভবন থেকে সাংবাদিক বৈঠক এর মাধ্যমে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সকলকে জানাবেন। তারপর ১২ টা ৩০ মিনিট থেকে নীচের দেওয়া ওয়েবসাইট গুলি থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল (HS Result 2023) জানতে পারবে।
Website
1 http://wbresults.nic.in/
2 http://www.indiaresults.com/
3 https://liveresults.jagranjosh.com/Result2021/jsp/wb/WB12.jsp
4 www.results.shiksha
5 www.technoindiagroup.com
6 https://bengali.abplive.com
7 https://bengali.news18.com/
8 www.anandabazar.com
9 https://sangbadpratidin.in
10 https://bangla.hindustantimes.com
11 https://www.indiatoday.in/education-today/results
12 https://www.fastresult.in/
13 https://aajkaal.in/hsresult/
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊