WBCHSE HS Result 2023, WB HS Toppers List 2023  , WB HS Merit List 2023


WB HS Merit List 2023



মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলাফল (HS Exam Result 2023)। চলতি বছরে গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। পরীক্ষা শেষ হওয়ার ৫৮ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার, যা গত বারের তুলনায় ১ লক্ষ ৭ হাজার বেশি।


আজ দুপুর ১২ টায় সাংবাদিক বৈঠকে সংসদ সভাপতি উচ্চমাধ্যমিকের ফলাফল (WB HS Merit List 2023) আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন।


গত বছর উচ্চ মাধ্যমিকে ৪৯৮ পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলো দিনহাটা সোনিদেবী জৈন হাইস্কুলের ছাত্রী অধিশা দেবশর্মা। 

এবছর ৬০ টি বিষয়ে পরীক্ষা হয়েছে, তিনটি ভাষায় প্রশ্ন করা হয়েছিলো। মার্কশিটে কিআর কোর্ড আছে। ৩১শে মে থেকে ১৫দিনের মধ্যে PPR, PPS করা যাবে। মোট পরীক্ষার্থী ৮২৪৮৯১ জন। পাশ করেছেন ৭৩৭৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%। ছেলেদের ৯১.৮৬, মেয়েদের ৮৭.২৬ শতাংশ পাশের হার। ১১টি জেলায় পাশের হার ৯০%এর বেশি। পাশের হার বেশি পূর্ব মেদিনীপুরে। ২৭৩৫৮০ জন ৬০% এর বেশি নম্বর পেয়েছে।

উর্দুতে মহম্মদ আসান প্রথম স্থান পেয়েছে রাজ্যে। 
নেপালি ভাষায় স্নেহা নেপাল প্রথম। 
৪৭২ পেয়ে সাঁওতালি ভাষায় প্রথম বিবেক সোরেন, মৌসুমী টুডু, সরস্বতী বাসকে। 
বাংলা ভাষায় ৮৭ জন রয়েছে প্রথম দশে, হুগলি থেকে ১৮ জন। 
শুভ্রাংশু সরদার ৪৯৬ পেয়ে রাজ্যে প্রথম ।
৪৯৫ পেয়ে দুজন দ্বিতীয়, সুশমা খান, আবু সামা। 
তৃতীয় ৪৯৪ পেয়ে ৪ জন, চন্দ্র বিন্দু মাইতি, অনুসূয়া সাহা, পিয়ালি দাস, শ্রেয়া মল্লিক। 

চতুর্থ ৪৯৩ পেয়ে- সৃজিতা বসাক, নরেন্দ্রনাথ ব্যানার্জী, প্রেরণা পাল।  

পঞ্চম ৪৯২ পেয়ে- কৌস্তভ কুণ্ডু, ঋশিতা সিং মহাপাত্র, দীপ্তার্ঘ দাস, অঙ্কিতা ঘরাই, অনন্যা সামন্ত। 

ষষ্ঠ ৪৯১ পেয়ে- চয়ন বর্মন (কোচবিহার) , অঙ্কুর রায়, অর্কদীপ ঘড়া, তমাল কান্তি দাস, সোমাইন জানা, সোহম চ্যটার্জী, রূপসা উপাধ্যায়, অদিতি মহান্তী, সূপর্না মাহাতো, রূপসা কুণ্ডু, সৌমিলি মন্ডল, সাহেলি আহমেদ। 

সপ্তম ৪৯০ পেয়ে সন্দীপ ঘোষ, দেবর্শী বসাক, ্বিতান, অর্ক ঘোষ, অভিরূপ পাল, সৃজা উপাধ্যায়, সুমিত মুখার্জী, রূপঙ্কর ঘটক, কৌশিকি কুন্ডূ, সৌজাত্য মুখোপাধ্যায়, সরন্য ঘোষ, অর্নব পতি, অস্মিতা পাল, অভিরূপ পাল, 

অষ্টম ৪৮৯ পেয়ে 
শ্রীতমা মিস্ত্রি উঃ ২৪ পরগণা 
সৈয়দ শাকলিন কবির দঃ ২৪ পরগণা 
সায়ন প্রধান কলকাতা 
সাহানা হুগলি 
সংযুক্তা বিশ্বাস পূর্ব বর্ধমান
সন্দীপ ভট্টাচার্য হুগলি 
অদ্বিতীয়া সিনহা হুগলি
ঈশিকা শীল হুগলি 
সারিন আলম শিলিগুড়ি
সপ্তক দাস দক্ষিন দিনাজপুর

নবম ৪৮৮ পেয়ে, 

দেবাঙ্গনা দাস মালদা 
প্রণব বর্মন কোচবিহার, মেখলিগঞ্জ,  
বৃষ্টি মাইতি 
আমজাদ হোসেন 
অর্ক দাস কলকাতা 
সায়ন সাহা 
অর্ক প্রতীম দে কলকাতা 
অরিত্র মাইতি 
হৃষিকা কর্মকার
অচেনা বসু 
সুপ্রভাত ঘোষ 
সুজিত পাল 
মোনালিসা পাল 
অপূর্ব মণ্ডল 
সায়ন্তনী দে 
সৌরষিনি দাস 
প্রত্যুষা দাম

দশম ৪৮৭ 

আর্য নন্দী
স্বাগতা চক্রবর্তী কোচবিহার
পুষ্পিতা মোদক  
সংহিতা দাশ গুপ্ত জলপাইগুড়ি
সুচেতনা জানা জলপাইগুড়ি 
বিক্রম বর্মন কোচবিহার
শেখ সৈফুদ্দিন আহমেদ 
সৌম্যদ্বীপ দত্ত 
কোয়েল কুণ্ডু
অন্জুমা দিলরুবা 
শেখ আব্দুল রাজ্জাক 
সুদীপ পাল 
মল্লিকা দেবনাথ 
সায়ন্তন সরকার 
তৃণা পুর কায়স্থ

রিফ্রেশ করুন, বিস্তারিত আসছে...