চাকরি হারানো শিক্ষকদের পাশে দাঁড়ালো কোচবিহার তৃণমূল কংগ্রেস, আইনি পরিষেবা দেওয়ার ঘোষণা জেলা সভাপতির
কোচবিহার:আদালতের নির্দেশে চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকদের আইনি সহায়তা শিবির করলো কোচবিহার জেলা তৃণমূল, একটি স্কুলের মাঠে আজ এই শিবিরে উপস্থিত ছিলেন কয়েকশ চাকরি যাওয়ার শিক্ষক-শিক্ষিকা ও জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আদালতের নির্দেশের যে ৩৬ হাজার ননট্রেন্ড শিক্ষক হিসেবে চাকরি চলে গেছে তার মধ্যে কোচবিহার জেলার শিক্ষক সংখ্যায় রয়েছেন ১৬৬২ জন। আজ তাদের সাথেই কথা বললেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের মাধ্যমে চাকরি হারানো শিক্ষকরাও আদালতের দ্বারস্থ হবেন। দল এবং অন্যান্য পদ্ধতিতে আর্থিক সহযোগিতা করা হবে। ভালো আইনজীবী নিযুক্ত করা হবে। দল সব সময় এই শিক্ষকদের পাশে ছিল, আছে এবং থাকবে।
এদিন দুপুর ২:০০ টার সময় কোচবিহারের নিউ টাউন গার্লস হাই স্কুল প্রাঙ্গণে প্রাথমিক শিক্ষকদের সাথে আলোচনা করেন জেলা তৃণমূল নেতৃত্ব।
তৃণমূলের দাবি, চাকরি হারানো সকল শিক্ষক এদিন উপস্থিত ছিলেন এই বৈঠকে। শিক্ষকদের একাংশ বলেন, তারাও আইনের পথেই হাঁটবে। দল যখন সমর্থন দিচ্ছে তখন কোন চিন্তা নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊