চোর চুরি করে জেলে যায় , আর বড় চোররা চুরি করে বিজেপিতে যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায়

Sangbad Ekalavya
0
চোর চুরি করে জেলে যায় , আর বড় চোররা চুরি করে বিজেপিতে যায়- অভিষেক বন্দ্যোপাধ্যায়

avishek



চোর চুরি করে জেলে যায় , আর বড় চোররা চুরি করে বিজেপিতে যায়। লাউদোহা স্কুল মাঠে এক জনসভায় এভাবেই বিজেপিকে তীব্র আক্রমন শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

খনি অঞ্চলের এই জনসভায় কয়লা প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমন করলেন তিনি। কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁয়ের সাথে দিলীপ ঘোষ শিব মন্দিরে বসে জল ঢালছে , আর কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ জোশীর সাথে ছবি তুলে কফি খাচ্ছে, এর নাম বিজেপির ডবল ইঞ্জিন সরকার, এভাবেই এদিন বারে বারে আক্রমন শানান তিনি।

এদিন নাম না করে পান্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারীকে একহাত নেন অভিষেক। তিনি বলেন বিজেপি যোগদানের পর ২০২১ এ হারার পর অন্তত ১০০ বার বিভিন্ন মহলে দরবার করেছে তৃণমূলে ফেরার জন্য। কিন্তু দল আমার কাছে মায়ের মতন , মায়ের সাথে কেউ যদি বেইমানি করে , কেউ যদি ভাবে এই দাদা ওই দাদা ধরে দলে ঢুকবে , তাকে আমার মৃতদেহের ওপর দিয়ে তাকে যেতে হবে। এভাবেই তিনি বারংবার বিজেপি নেতৃত্বের বিরূদ্ধে সরব হন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top