জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজে  অধ্যাপকদের বিক্ষোভ 

men and women in office


গত ২০২১ সালের সেপ্টেম্বর মাস থেকেই জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা কলেজ পরিচালনার ক্ষেত্রে অচলাবস্থা চলছে বলে অভিযোগ। কলেজের পূর্বতন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শীলা দত্ত ঘটককে কলেজ পরিচালন সমিতির পক্ষ থেকে সাসপেন্ড করা হয়েছিল বলে কলেজ সূত্রে জানানো হয়েছে। শীলা দত্ত ঘটকের বিরুদ্ধে অভিযোগ, কলেজ পরিচালন সমিতির গুরুত্বপূর্ণ নথিপত্র তিনি নিজের হেফাজতে রেখে দিয়েছেন। এই অভিযোগে আদালতে মামলাও রুজু হয় বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন।

কলেজের অধ্যাপকরা সোমবার সন্ধ্যা পর্যন্ত কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নন্দা ব্যানার্জিকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। 

আন্দোলনকারীরা জানিয়েছেন, পরিচালন সমিতি আচমকাই শীলা দত্ত ঘটকের সাসপেনশনের নির্দেশ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই ক্ষেত্রে আন্দোলনকারীদের দাবি, নথিপত্র ফেরত দেওয়ার পরই সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে।

শীলা দত্ত ঘটক বলেন "এই প্রসঙ্গে এখনও পর্যন্ত আমার কাছে কোনও খবর নেই।"

যারা অভিযোগ করছেন তা ভিত্তিহীন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নন্দা ব্যানার্জি বলেন, "নথিপত্র অবশ্যই ফেরত দেওয়া খুবই জরুরি। নথিপত্র পাওয়া না গেলে কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভবিষ্যতে যথেষ্টই অসুবিধে হবে।"