Latest News

6/recent/ticker-posts

Ad Code

Summer Project : গরমের ছুটিতে বাড়িতে না থেকে রাস্তায় নেমে দোকানদারদের সচেতন করলো ছাত্রীরা

গরমের ছুটিতে বাড়িতে না থেকে রাস্তায় নেমে দোকানদারদের সচেতন করলো ছাত্রীরা


Summer Project




জলপাইগুড়ি মারোয়ারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা সচেতনা মূলক কাজে সব সময়েই এগিয়ে আসে। তবে এবার এক অন্য কারন। চলছে গরমের ছুটি। তবে এবারের গরমের ছুটিতে করতে হবে সামার প্রজেক্ট। আর এই সামার প্রজেক্টের জন্য ছাত্রীরা রাস্তায় নেমে দোকানদারদের সাথে কথা বললো, শুনে নিলো বিভিন্ন বিষয়।


রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ অনুসারে এদিন জলপাইগুড়ি মারোয়ারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা সাধারণ বিক্রেতা থেকে ক্রেতাদের সচেতন করে তাদের জিনিসপত্র কিনতে কিকি ধরনের সুবিধা অসুবিধার মধ্যে পড়তে হয়, তা নিয়ে আলোচনায় মেতে ওঠে।

girls student

জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় ঔষধ থেকে মুদি দোকানদার, কাপড়ের দোকান ইত্যাদি জায়গায় গিয়ে তাদের জিজ্ঞাসা করতে দেখা যায় ,দোকান দারদের জিনিস পত্র ঠিক আছে কিনা বা দাম ঠিক নিচ্ছে কিনা। কোন জিনিসের এক্সপায়রি ডেট ঠিক আছে কিনা।

এভাবে সামার প্রজেক্টে অংশ নিয়ে খুশি জলপাইগুড়ি মারোয়ারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরাও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code