Latest News

6/recent/ticker-posts

Ad Code

CM Mamata Banerjee: মৃত শিশু ব্যাগে করে বাড়ি নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর

মৃত শিশু ব্যাগে করে বাড়ি  নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর 

mamata



মাস খানেক আগে জলপাইগুড়িতে মৃত মায়ের দেহ কাঁধে করে নিয়ে যাওয়ার দৃশ্য তোলপাড় ফেলে দিয়েছিলো, এইবার আরও এক মর্মান্তিক ঘটনা সামনে এলো। অ্যাম্বুলেন্সের অত্যাধিক ভাড়া, তাই মৃত সন্তানকে ব্যাগে ভরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন অসহায় পিতা। আজ সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখেই এই ঘটনার কথা শোনেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “ছোট্ট শিশুকে অনেক সময় আমরা দেখেছি কোলে করে নিয়ে যায়। পরিবারও অনেক সময় অ্যাম্বুল্যান্সে মৃতদেহ নেয় না। সাধারণত হয় না। পরিবারের ইচ্ছের উপর হয়।” এরপরই যোগ করেন, “এখন তো অ্যাম্বুল্যান্স প্রচুর রয়েছে। আমি তো রাজ্য সরকার এবং সাংসদ তহবিল থেকে প্রায় ৪০০-৫০০ অ্যাম্বুল্যান্স করে দিয়েছি। অ্যাম্বুল্যান্সের তো কোনও ঘাটতি নেই। যদিও কোনও ঘাটতি থাকে, লোকাল ঘাটতি থাকতে পারে। তবে আমি বলব বিষয়টা একটু দেখে নিতে। এটাও হতে পারে হয়তো সেই মুহূর্তে কোনও অ্যাম্বুল্যান্স ছিল না।”


জানাযায়, কালিয়াগঞ্জের মুস্তাফানগর এলাকার ডাঙ্গিপাড়ার বাসিন্দা অসীম দেবশর্মা। ৫ মাস আগে তাঁর যমজ সন্তান হয়। সম্প্রতি দুই শিশুই অসুস্থ হয়ে পড়লে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে পাঠানো হয় রায়গঞ্জের সরকারি মেডিক্যাল কলেজে। কিন্তু এখানথেকেও রেফার করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যমজ দুই সন্তানের একজন সুস্থ হলেও বাঁচানো যায়নি অপরজনকে।




মৃত সন্তানের দেহ বাড়ি পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সের সঙ্গে যোগাযোগ করতে গেলে ৮ হাজার টাকা ভাড়া চায় বলে জানিয়েছে অসীম দেবশর্মা। হতদরিদ্র পিতার কাছে চিকিৎসার খরচ মেটাতেই পকেট ফাঁকা, সেখানে এতোগুলো টাকা দিয়ে অ্যাম্বুল্যান্স ভারা করবার মতন সাধ্য তার ছিলো না। তাই সদ্যোমৃত সন্তানকে ভরে নেন ব্যাগে, তার পরে শিলিগুড়ি থেকে বাসে করে পৌঁছন রায়গঞ্জ এবং সেখান থেকে ফের বাস বদল করে কালিয়াগঞ্জে এসে নামেন।




এই ঘটনায় 'স্বাস্থ্য সাথী' প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন এই ঘটনা 'এগিয়ে বাংলা' মডেলের প্রকৃত চিত্রায়ন ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code