Breaking : বোমা বিস্ফোরণ এবার কোচবিহারের ভেটাগুড়িতে

Sangbad Ekalavya
0

Breaking :  বোমা বিস্ফোরণ এবার কোচবিহারের ভেটাগুড়িতে




দিনহাটা : বোমা বিস্ফোরণ এবার কোচবিহারে। মাটি খুঁড়তে গিয়ে বোমা বি-স্ফোরণ ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো কোচবিহারের দিনহাটা এক নং ব্লকের ভেটাগুড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বালাডাঙ্গা গ্রামে। ঘটনায় একজন গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে আহত ব্যক্তির চোখে এবং ঘাড়ে গুরুতর আঘাত রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ বলাডাঙ্গা এলাকার মোজাফফর মিয়া বাড়ি থেকে কিছুটা দূরে মাটি কাটতে গিয়েছিল। মাটি কাটতে কাটতে হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা, তৎক্ষণাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আরেকজন অবশ্য আগেই উঠে এসেছিল গর্ত থেকে।স্থানীয়রা ছুটে এসে মোজাফফরকে আহত অবস্থায় উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে মোজাফফর মিয়া দিনহাটা মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

মোজাফফরের স্ত্রী অভিযোগ করে বলেন ওই স্থল থেকে বোমা বিস্ফোরণ গোটা ঘটায় আহত হয়েছেন মোজাফফর।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও বা পুলিশ সূত্রে এখনও কোন কিছু বক্তব্য জানানো হয়নি। তবে মাটির নিচে এই বোমা কোথা থেকে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top