Karnatak CM: কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া
কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। বেঙ্গালুরুর কান্তিরভা স্টেডিয়ামে আজ, শনিবার দুপুরে তাঁরা শপথ নিলেন। ২০১৩ সালে প্রথমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন সিদ্দারামাইয়া। এখন তিনি দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন।
এদিনেই এই শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম কে স্টালিন, ডি রাজা, নীতীশ কুমার, মেহবুবা মুফতি, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লাহ ও কমল হাসান।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস। ফল প্রকাশের পাঁচ দিনের মাথায় মুখ্যমন্ত্রী হচ্ছেন কে, জানা যায় সে খবর। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। শনিবার কর্ণাটকের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সিদ্দারামাইয়া। শপথ নেন উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। পাশাপাশি মন্ত্রীসভার সদস্যরাও শপথ নেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊