ক্যামাক স্ট্রিট এবং কালিঘাট ঘেরাও করুক চাকরি হারারা, নিদান মনোজ টিজ্ঞার

Sangbad Ekalavya
0

ক্যামাক স্ট্রিট এবং কালিঘাট ঘেরাও করুক চাকরি হারারা, নিদান মনোজ টিজ্ঞার


manoj tigga




দলীয় কর্মসূচি সারতে বুধবার বিকেলে বিজেপির জলপাইগুড়ি জেলা কার্যালয়ে এসেছিলেন বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞা।

যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন কিন্তু আদালতের নির্দেশে চাকরি গেলো সেইসব চাকরি হারা দের কি করনীয় বাতলে দিলেন বিধানসভার চিফ হুইপ মনোজ টিজ্ঞা।\

এদিন কর্মসূচি সেরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যারা চাকরি নিতে টাকা দিয়েছিলেন। কিন্তু এখন চাকরি চলে গেলো তাদের উচিৎ যাদের টাকা দিয়েছিলেন তাদের বাড়ি ঘেরাও করা। পাশাপাশি তিনি আরও বলেন এই সব টাকা গ্রিন করিডর করে জেলা থেকে কালিঘাট এবং ক্যামাক স্ট্রিটে গেছে। তাই তাদের উচিৎ কালিঘাট এবং ক্যামাক স্ট্রিটে গিয়ে তাদের বাড়ি ঘেরাও করা।

এদিন তিনি আরও বলেন- পার্থ, অনুব্রত এদের দেখে লোকেরা চোর চোর বলে স্লোগান দিয়েছে। জুতো ছুড়েছে। থুতু ফেলেছে। এবার সেই তালিকায় নতুন সংযোজন এগরা।

ডিএ প্রসঙ্গেও বলেছেন মনোজ টিজ্ঞা। তার মতে, সরকারি কর্মচারীদের ডি এর বিষয়টি সরকারের উচিৎ সহানুভূতির সাথে দেখা। নইলে কর্মচারীদের আন্দোলন যেইদিকে যাচ্ছে তাতে ভবিষ্যতে সরকার সমস্যায় পড়তে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top