Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: অবশেষে ববিতার চাকরি পেলো অনামিকা বিশ্বাস রায়

Breaking: অবশেষে  ববিতার চাকরি পেলো অনামিকা বিশ্বাস রায় 


kolkata high court



অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর ববিতা সরকারের চাকরিও বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেই চাকরি এ বার পাচ্ছেন অনামিকা বিশ্বাস রায়।


রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের পর সেই চাকরি পায় ববিতা আর এবার সেই ববিতার চাকরি পেলো অনামিকা বিশ্বাস রায়।


জানা গিয়েছে, ববিতার অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দেওয়া হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের এই ভুলের কারণে অঙ্কিতা অধিকারীর চাকরি পায় ববিতা নয়তো এই চাকরি পেতে শিলিগুড়ির অনামিকা রায় বিশ্বাস। সম্প্রতি ববিতার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামেন ওই চাকরি প্রার্থী।




আজ সেই মামলার রায়ে ববিতার চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।  মধ্যশিক্ষা পর্ষদকে ববিতার নিয়োগপত্র এবং কমিশনকে সুপারিশ পত্র প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। 

কাউন্সিলিংয়ের পর অনামিকা রায়কে সুপারিশপত্র দেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ আদালতের। তিন সপ্তাহের মধ্যে তাঁকে চাকরি দিতে হবে বলে জানিয়েছে আদালত।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code