wbbse notice : রাজ্যের চাকরী বাতিল হওয়া কর্মীরা ফের ফিরতে চলেছে কর্মক্ষেত্রে ! নোটিশ পর্ষদের 

wbbse notice





নবম-দশমের শিক্ষক-শিক্ষিকা, গ্রুপ সি-ডি পদে শিক্ষাকর্মী মিলিয়ে মোট সাড়ে পাঁচ হাজারের বেশি কর্মরতের চাকরি বাতিলের রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১২ এপ্রিল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের রায় আপাতত কার্যকর হবে না। সুপ্রিম কোর্টের এই অর্ডার কে সামনে রেখে নোটিশ দিলো পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ।


পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের নোটিশ জারি করবার পরই প্রশ্ন উঠেছে, তবে কি চাকরিহারারা আবার ফিরে পেতে চলেছে তাদের চাকরী ! আগামী ২৬ এপ্রিল মিলতে পারে এই প্রশ্নের উত্তর।

wbbse notice


সুপ্রিম কোর্টে ২৬ এপ্রিল মামলাটি ফের ওঠার কথা । সেখানে কী নির্দেশ হয়, তার উপরেই নির্ভর করছে সংশ্লিষ্ট প্রার্থীদের ভবিষ্যৎ।


তবে তার আগেই পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ নিয়োগ পত্র বাতিলের নির্দেশ স্থগিত করল। নিয়োগ পত্র বাতিল সংক্রান্ত একটি নোটিশ দিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ। সেই নোটিশে বলা হয়েছে নিয়োগ পত্র বাতিল সংক্রান্ত আদেশ বাতিল করল পর্ষদ ।

নোটিশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের 12.04.2023 তারিখের আদেশ অনুসারে নিয়োগ পত্র বাতিলকরণের বিষয়ে পর্ষদর্ষ কর্তৃকর্তৃ জারি করা নোটিশ পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হল।

জানাগিয়েছে গত সোমবার স্কুল সার্ভিস কমিশনের কর্মচ্যুতদের তরফের আইনজীবী পার্থ শীল সুপ্রিম কোর্টের অর্ডারকে সামনে রেখে কর্মচ্যুত শিক্ষক- শিক্ষাকর্মীদের অবিলম্বে স্কুলে যোগদানের অধিকার ফিরিয়ে দিতে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। এই চিঠি পাওয়ার পরই নোটিশ জারি করেছে পর্ষদ।