Duare Sarkar : আবেদন করেও কোন কাজ হয় না, দুয়ারে সরকার শিবিরে হামলা চালালো গ্রামবাসী !
তুফানগঞ্জ: দুয়ারের সরকারে (Duare Sarkar) আবেদন করেও কোন কাজ না হওয়ায় বুথে বসা দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরের ব্যানার পোস্টার সমেত সরকারি নথিপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।
ঘটনায় শাসক ও বিরোধী তরজা তুঙ্গে। বুধবার তুফানগঞ্জ থানার অন্তর্গত ধলপল-১ গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ ও তুফানগঞ্জ ১ নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক।
জানা যায়, তুফানগঞ্জ-১ ব্লক প্রশাসনের উদ্যোগে ধলপল বাজারে বসে দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির। পাশাপাশি ওই গ্রাম পঞ্চায়েতের ১৪ নম্বর বুথেও টেবিল চেয়ার নিয়ে দুয়ারে সরকারের শিবির খোলা হয়। এলাকার রাস্তাঘাট বেহাল, দুয়ারে সরকারের আবেদন করেও কোন কাজ না হওয়ায় শিবিরে ব্যানার পোস্টার ও সরকারি নথিপত্র ছিড়ে ফেলার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ Viral Video : হাতের আঙুলে নামতার পাঠ, ভাইরাল শিক্ষিকা
বিস্তারিত ভিডিওতে-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊