অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন মেয়র বিধান উপাধ্যায়
রামকৃষ্ণ চ্যাটার্জী: সালানপুর:-
বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর ব্লকের দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের লেফ্ট ব্যাংক রোড সাইডের এক ভাড়া বাড়িতে স্বামীর মৃত্যুর পর থেকে মেয়ে জামাইয়ের সাথে বসবাস করেন ৮৫বছরের বৃদ্ধা খাদু দে। নেই স্থায়ী মাথার ছাঁদ। অভাবে দিন কাটে তার পরিবারের। জামাই কাজ করেন পূজার দোকানে।তাই সরকারের কাছে বহুবার পেনশনের আবেদন করেন তিনি। কিন্তু কিছু ত্রুটি থানার কারণে তার পেনশন চালু হয়নি আজও।
তবে দেন্দুয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোজ তেওয়ারী তাকে মাসিক কিছু আর্থিক সহযোগিতা করতেন। কিন্তু তার এই অসুবিধার অবস্থা জানার পরেই বারাবনি বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় তার পাশে দাঁড়ান।
তিনি তৃণমূল কর্মীদের তার বাড়িতে পাঠিয়ে তাকে কিছু আর্থিক সহায়তা করেন এবং বৃদ্ধা খাদু দে কে আশ্বাসদেন তিনি যতদিন জীবিত থাকবেন তাকে পেনশনের মত মাসিক এক হাজার টাকা সহায়তা করা হবে। তাছাড়া যেকোনো সমস্যায় তিনি এবং দলের প্রতিটি কর্মী তার পাশে দাঁড়িয়ে থাকবেন।
বিধায়কের কাছে সহযোগিতা পেই খুশি প্রকাশ করেন খাদু দে। তবে এই প্রসঙ্গে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং জানান ব্লকে এমন সমস্যা বেশ কয়েকজনের রয়েছে তাদের বিধায়কের তরফে প্রতিমাস আর্থিক সহযোগিতা করা হয়। আর বৃদ্ধা খাদু দের পাশে সবাই রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊