Trade license fee: ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবিতে দিনহাটা পুরো কর্তৃপক্ষের সাথে জরুরি বৈঠক
ট্রেড লাইসেন্স ফি (Trade license fee) বৃদ্ধি নিয়ে পুর কর্তৃপক্ষের দারস্থ হল ব্যবসায়ীরা। দিনহাটার দুইটি ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দিনহাটা পৌরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে তার কাছে অতিরিক্ত ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে অবগত করেন।
দুই ব্যবসায়ী সমিতি বিষয়টি নিয়ে (Trade license fee) পুর কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করা হয়। দুই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে এদিন পুরো কর্তৃপক্ষের কাছে ট্রেড লাইসেন্স ফি (Trade license fee) কমানোর দাবিতে পুরো কর্তৃপক্ষের সাথে আলোচনা কালে উপস্থিত ছিলেন মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, মানিক বৈদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক উৎপলেন্দু রায় প্রমুখ।
ব্যবসায়ীরা এদিন ফি (Trade license fee) কমানোর বিষয়টি নিয়ে পূর কর্তৃপক্ষের দাবি করলে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, পুরসভার অধিকারীক অলোক সেন। তারাও ব্যবসায়ীদের দাবি গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন।
মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী, ব্যবসায়ী কল্যাণ সমিতির উৎপলেন্দু রায় বলেন, ট্রেড লাইসেন্স ফি (Trade license fee) অতিরিক্ত করা নিয়ে এদিন কর্তৃপক্ষকে লিখিতভাবে স্মারকলিপি প্রদান করা হয়। পুর কর্তৃপক্ষ সংগঠনের দাবি নিয়ে সুষ্ঠু আলোচনার মধ্যে দিয়েই প্রয়োজনিয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি আগামী চার বছর ট্রেড লাইসেন্স ফ্রি (Trade license fee) আর বর্ধিত হবে না বলে আস্বস্ত করেছেন।
পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী বলেন, দীর্ঘ কয়েক বছর পর ট্রেড লাইসেন্স ফি (Trade license fee) কিছু বৃদ্ধি হয়েছে। সেটা নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। তাই এদিন ব্যবসায়ীদের দুই সংগঠনকে নিয়ে কাউন্সিলরদের উপস্থিতিতে আলোচনা হয়। সুষ্ঠু আলোচনা হয়েছে এবং আগামীতে পৌরসভার উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে আলোচনা সাপেক্ষে একটি নির্দিষ্ট পরিমাণ ফি (Trade license fee) বৃদ্ধির বিষয়টিও এদিন ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। তারা সেই আলোচনায় সহমত পোষণ করেছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊