কড়া নিরাপত্তায় রাজু ঝাঁ-র খুনে অভিযুক্তকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হল মেডিকেলে 




সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান :- 

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজু ঝাঁয়ের খুনের ঘটনায় অভিযুক্ত অভিজিৎ মন্ডলকে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসার পর ফের তাকে জিজ্ঞাস বাদ করা হবে বলে সূত্র মারফত খবর।




গত ১লা এপ্রিল বর্ধমানের দুই নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড়ে গুলি বিদ্ধ হন দুর্গাপুর আসানসোলের অবৈধ কয়লা কারবারে অভিযুক্ত রাজু ঝাঁ। কলকাতায় যাওয়ার সময় আচমকা হামলা হয় তার উপর। চালানো হয় একাধিক গুলি।গুলিতে মৃত্যু হয় রাজু ঝাঁ এর।




এই ঘটনার তদন্তে নেমে দুর্গাপুরের সিটি সেন্টার অম্বুজা নগরী থেকে অভিজিৎ মন্ডল নামে একজনকে গ্রেফতার করলো পুলিশ।এরপর তাকে বর্ধমান আদালতে তোলা হলে জিজ্ঞাসা বাদের জন্য 14 দিনের পি সি-তে নেওয়া হয় । 



ধৃতের কাছ থেকে আরো বেশ কিছু তথ্য সংগ্রহের জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকায় আজ ধৃতকে শারীরিক চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ধৃতের চিকিৎসা করেন কর্মরত চিকিৎসকেরা। ধৃত অভিজিৎ মন্ডল মানসিক দিকথেকে কতটা সুস্থ রয়েছেন তার ও চিকিৎসা করা হয়েছে বলে জানা গেছে।