আইপিএল ২০২৩ (IPL 2023) এর দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স কে ৭ রানে পরাজিত করল শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস পাঁচ উইকেটে ১৯১ রানের বড় স্কোর তৈরি করে। জবাবে ডাকওয়ার্থ লুইস নিয়মে কলকাতার টার্গেট দাঁড়ায় ১৫৩ রান, যা থেকে মাত্র সাত কদম দূরে ইনিংস শেষ হয় তাদের।
প্রথমে ব্যাট করতে নেমে মূলত শিখর ধাওয়ান (২৯ বলে ৪০) এবং ভানুকা রাজাপাক্ষের ( ৩২ বলে ৫০) ব্যাটে ভর করে দলীয় স্কোর ভালো জায়গায় পৌঁছায়। দ্বিতীয় উইকেটে তারা দুজনে মিলে ৮৬ রানের পার্টনারশিপ গড়েন। এছাড়াও ওপেনিংয়ে প্রভসিমরান (১২ বলে ২৩) এবং শেষদিকে স্যাম কুরান (২৬), জিতেশ শর্মা (২১) দের সৌজন্যে পাঞ্জাব ১৯১/৫ এর স্কোর পৌঁছায়। কলকাতার হয়ে দুটি উইকেট নিয়েছেন টিম সাউদি
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় কেকেআর। নিয়মিত ক্যাপ্টেন ও দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার এর অনুপস্থিতিটা স্পষ্ট আজকের ম্যাচে। নতুন অধিনায়ক নীতিশ রানা (১৭ বলে ২৪), ভেঙ্কটেশ আইয়ার (২৮ বলে ৩৪) এবং শেষদিকে আন্দ্রে রাসেল (১৯ বলে ৩৫) দের চেষ্টা বিফলে যায় বাকিদের ব্যর্থতায়।
দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন অর্শদীপ সিং (৩-০-১৯-৩)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊