Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking : রাস্তায় কুড়িয়ে পাওয়াগেল এবছরের উচ্চমাধ‍্যমিকের উওরপত্র!

রাস্তায় কুড়িয়ে পাওয়াগেল এবছরের উচ্চমাধ‍্যমিকের উওরপত্র! 

hs political
স্যোসাল মিডিয়া থেকে প্রাপ্ত 



নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। বিগত বছরের থেকে এবছর প্রশ্নপত্র সহজ হয়েছে বলেও ছাত্রছাত্রীরা জানিয়েছে। এবার শুরু খাতা দেখার পালা। আর এই খাতা নিয়েই চরম উদাসীনতার ছবি উঠে এলো। উচ্চমাধ্যমিকের খাতা পাওয়া গেলো রাস্তায়।


ঘটনাটি কোচবিহারের মাথাভাঙ্গার। এবছরের উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রায় ৫ টি প্যাকেটে ২৫০ টির মতন খাতা পড়ে ছিলো রাস্তার পাশে । হিমঘরের এক কর্মী বাড়ি ফেরার পথে কুড়িয়ে পেলেন বস্তাবন্দি খাতা। পরবর্তীতে এলাকার পার্শ্বশিক্ষক দুলাল বর্মন বিষয়টি জানতে পেরে নিজের হেফাজতে সেই খাতা রেখে দিয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাথে যোগাযোগ করে কতৃপক্ষের কাছে সেই খাতা জমা করেন।


ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে- মাথাভাঙ্গা দুই নাম্বার ব্লকের উনিশবিশা গ্রামের শ্রমিক শ্যামল বর্মন ঘোকসাডাঙ্গা হিমঘরে কাজ করে রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার পথে এই খাতা রাস্তার ধারে পরে থাকতে দেখেন। তিনি রাত্রে তা বাড়ি নিয়ে আসেন এবং পরের দিন অর্থাৎ শনিবার সকালে পার্শ্বশিক্ষক দুলাল বর্মনকে খাতা গুলি দেখান। এরপর বিষয়টির গুরুত্ব বুঝে কালক্ষেপ না করে দুলাল বাবু খাতা গুলি যত্ন সহকারে কতৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code