বৈশাখের হাওয়ায় মাদলের তালে এক সঙ্গে ঘর বাঁধলো তেরো জোড়া  প্রাণ

marriage


রবিবার চা বাগানে সাপ্তাহিক ছুটির দিন হলেও এই রবিবারের চিত্রটি অনেকটাই ভিন্ন ফাসীদেওয়া থানার অন্তর্গত বিজলিমুনি চা বাগানের শ্রমিক মহল্লায়। রঙিন সাজে সেজে উঠেছে বাগানের আট থেকে আসি। সকাল থেকেই বেজে চলেছে মাদল, সব মিলিয়ে এক উৎসবের আমেজ।

এত কিছুর আয়োজন যাদের নিয়ে তাঁরা কিন্তু লাজুক মুখে এদিক ওদিক চাউনি ঘোরাতেই ব্যাস্ত। কারণ ভারত ভূমি ট্রাস্ট এবং বিজলিমুনী সারনা সরুল কমিটির পক্ষ থেকে এদিন চা বাগানে বসেছে গন বিবাহের আসর। 

শিলিগুড়ি স্থিত ভারত ভুমি ট্রাষ্ট এবং এলাকার সারনা সোরুল কমিটির উদ্যোগে আয়োজিত এই গন বিবাহের আসরে তেরো জোড়া আদিবাসী প্রাণ তাদের নতুন জীবনের যাত্রা শুরু করলো, আশীর্বাদ এর সঙ্গে নতুন সংসারে প্রয়োজনীয় সামগ্রী ও তুলে দেওয়া হয় নব দম্পতিদের হাতে। 

গণ বিবাহের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারত ভুমি ট্রাস্টের সভাপতি  যুগল কিশোর ঝা, সদস্য স্বরন চিক বড়াইক, এবং সারনা শরুল কমিটির জুরা কিন্ডও, শৈলেন্দ্র টিগ্যা প্রমুখ।

মাদলের তালে নেচে গেয়ে দুপুর গড়িয়ে বিকেল হতেই নতুন জীবনের পথে এক্ সঙ্গে পা মেলালো তেরো জোড়া প্রাণ, যার সাক্ষী রইলো সবুজ গালিচা ।