KKR vs CSK Indian Premier League 2023 : টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে KKR
আজ আইপিএলের 33তম ম্যাচে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হচ্ছে দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচ। টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে KKR ।
চেন্নাই দল টানা দুই ম্যাচ জিতেছে। CSK এই মরসুমে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে চারটিতে জিতেছে। সেই সঙ্গে কলকাতার পারফরম্যান্সও এখন পর্যন্ত বিশেষ কিছু হয়নি চলতি মৌসুমে। দলটি ছয়টি ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছে। চার ম্যাচেই পরাজয়ের মুখে পড়েছে KKR।
কলকাতা নাইট রাইডার্স (KKR): জেসন রয়, এন জগদীসান (উইকেটরক্ষক), নীতীশ রানা (সি), রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ওয়েইস, কুলবন্ত খেজরোলিয়া, সুয়শ শর্মা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস (CSK): ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), মহিষ তিক্ষানা, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, আকাশ সিং।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊