নীতিশ-তেজস্বীকে পাশে নিয়ে ঐক্যের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের 

Cm Mamata Banerjee


সোমবার নবান্নে মুখোমুখি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিহারের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (Nitish Kumar)। নবান্নের ১৪তলায় মমতা-নীতিশ বৈঠকে উপস্থিত ছিলেন তেজস্বী যাদবও। ৩৫ মিনিটের মতো মিটিং করেন তারা। নিজের হাতে ফুল দিয়ে নীতিশ ও তেজস্বীকে অভ্যর্থনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।



বছর ঘুরতেই লোকসভা নির্বাচন আর তার আগে একাধিক কেন্দ্র বিরোধী দলের সঙ্গে বৈঠক সেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমরা সবাই একসঙ্গে আছি। আমরা চাই বিজেপি জিরো হয়ে যাক। অনেক বড় হিরো হয়ে গেছে। কিছু না করে, শুধু মিথ্যে কথা বলে, ফেক ভিডিও বানিয়ে, ফেক কথা বলে, গুণ্ডাগিরি করে।' তিনি আরও জানান, 'নীতিশজি সবার সঙ্গে কথা বলবেন, আমিও বলছি। একসঙ্গে মিলে আমরা চলব।আমাদের পার্সোনাল ইগোর কোনও বিষয় নেই। একসঙ্গে কাজ করতে চাই।'



সাংবাদিক বৈঠকে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, 'পরবর্তী লোকসভা ভোটের আগে সবাই প্রস্তুতি নিন।সবাই নিজেদের মধ্যে বসে কথা বলুন। পরবর্তী দিশা ঠিক করুন। আগামীদিনে যা করা হবে তা দেশের স্বার্থেই। এখন যারা রাজত্ব করছেন তাঁদের এসবে কিছু যায় আসে না। তারা শুধুই প্রচার করছেন। দেশের উন্নয়নে কোনও কাজ হচ্ছে না। এরপর যখন বসব অন্যান্য সব দলকে একসঙ্গে ডেকে কথা বলব, আগামীর রূপরেখা তৈরি করব। এই কথাই হয়েছে।'