wbbse.wb.gov.in, wbresults.nic.in, exametc.com, indiaresults.com, vidyavision.com, fastresult.in,  




অবশেষে সামনে এলো WBBSE এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2023 ঘোষণার  তারিখ । ১৯ মে ২০২৩  প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল । মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result) বিদ্যালয় থেকেও পাওয়া যাবে। তবে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটেও পাওয়া যাবে ফলাফল। 

তবে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন আগামী ১৯ মে, সকাল ১০ টায় প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হতে চলেছে।  এদিন ট্যুইটার মাধ্যমিকের ফলপ্রকাশের সময় নিয়ে বলেন তিনি।

গতবছর পাসের সংখ্যা ছিলো 10,98,775, এর মধ্যে ৮৫ শতাংশ মেয়ে এবং ৮৮.৫৯ শতাংশ ছেলে পাস করেছে। 

এবছর আপনার মোবাইলেই যে সমস্ত ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result) দেখা যাবে সেগুলি হলো-


www.wbbse.wb.gov.in