ধেয়ে আসছে কালবৈশাখী, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে
আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী ৭২ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়, যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, দিনাজপুর, আলিপুরদুয়ারে । এই সকল জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসাথে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশ কিছু যায়গায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর বুধবার থেকেই উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং জেলার বিক্ষিপ্ত কিছু জায়গায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একধাক্কায় তাপমাত্রা কমতে চলেছে উত্তরবঙ্গে।
ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল সূত্রে জানাগিয়েছে " এদিকে উত্তরঙ্গের পাশাপাশি বাংলাদেশের সিলেট ময়মনসিংহ ঢাকা রঙপুর সহ বেশ কিছু যায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব দিকে সরে আসছে এর পাশাপাশি উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যার প্রভাবে সামুদ্রিক উচ্চচাপ বলয়ের আদ্র সামুদ্রিক বাতাস ঝাড়খণ্ডের দিকে না গিয়ে দক্ষিণবঙ্গের উপর দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গের দিকে।"
যারজন্য উত্তর পূর্ব ভারতে আগামী ৭২ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে উত্তরবঙ্গ , বাংলাদেশের কিছু কিছু যায়গায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊