গরমের ছুটিতে চলবে Summer Project, কি কি করতে হবে জেনেনিন বিস্তারিত 


Summer Project



বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়গুলির Summer Vacation এর সময় "Summer Project" নামে একটি প্রকল্প গ্রহন করা হয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত্য ছত্রছাত্রীদের জন্য।


শিক্ষাদপ্তর সূত্রে খবর- এই Project এর মূল উদ্দেশ্য হলো Summer Vacation চলাকালীন ছাত্র ছাত্রীদের পড়াশুনার প্রতি তাদের আগ্রহ ধরে রাখতে, নিজের হাতে বিভিন্ন প্রকল্প তৈরি করে নিজেদের অভিনব ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে, Critical thinking, সৃষ্টিশীল মানসিকতা গড়ে তুলতে, বিভিন্ন Exposure visit এ গিয়ে নিজেদের সমৃদ্ধ করতে, নেতৃত্ব দানের অধিকারী হওয়ার সুযোগ গড়ে তুলতে, Joyful Learning এর মাধ্যমে ছাত্র ছাত্রীদের উৎকৃষ্টতম জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে এই Summer Project.


এই Summer Project মূলত দুটি বিষয়কে স্থির রেখে করা হয়েছে একটি হলো-
1. Local visit এবং
2. Assigned at Home Project.


পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রী


পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য শুধু মাত্র Assigned at home এর মাধ্যমে এই Project কে বাস্তবায়িত করার কথা বলা আছে। তাদের ক্লাস অনুযায়ী Class Teacher রা বিভিন্ন Topic এর উপর Project work দিবেন। Project Work গুলোতে অবশ্যই Student দের Critical thinking, অভিনব চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ঘটানোর সুযোগ থাকবে।


ক্লাস Teacher রা তাদের মতন করে Topic ঠিক করে ছাত্র ছাত্রীদের দিবেন এবং স্কুল যখন Re-open হবে তখন সেই গুলো জমা নিতে হবে। এই ক্ষেত্রে Formative Evaluation এর মাধ্যমে Peacock মডেল কে ব্যবহার করার কথা বলা হয়েছে।




সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য


ছত্রছাত্রীদের জন্য Local Visit এ নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সবাইকে এক সাথে না নিয়ে যেতে পারলে অল্প সংখ্যক করে নিয়ে যাওয়া যেতে পারে। এই Local Visit এর স্থান সেইখানকার কোনো ঐতিহাসিক, ভৌগোলিক স্থান কে লক্ষ্য করে হতে পারে। আশেপাশের কোনো প্রতিষ্ঠান, কলেজ, লাইব্রেরি, সংগ্রহশালা ইত্যাদি বিষয়কে কেন্দ্র করেও হতে পারে। এই দূরত্ব স্কুল থেকে 3KM এর মধ্যে হওয়ার কথা বলা হয়েছে।


শিক্ষক শিক্ষিকারা GUIDE হিসেবে ছাত্র ছাত্রীদের সাথে থাকবেন। VISIT চলা কালীন পুরো তথ্যগুলোকে ছাত্র ছাত্রীরা তাদের খাতায় লিপিবদ্ধ করে রাখতে পারে। এছাড়াও Home Project এর মাধ্যমে বিভিন্ন ধরনের Topic এর উপর project করার কথা বলা হয়েছে। এই Topic গুলো অবশ্যই তাদের ক্লাসের Syllabus এর মধ্যেকার হবে। SCERT থেকে এরকম TOPIC নির্ধারিত করা আছে। প্রয়োজনে সেই তালিকা অনুযায়ী করা যেতে পারে।




এই পুরো প্রক্রিয়াটি বিদ্যালয়ের HOI দের তত্বাবাধানে হবে। প্রথমেই Student ও Guardian দের Sensitization করতে হবে এই Project নিয়ে। এর জন্য একটি Parent Teacher Meeting করতে হবে, Meeting এ এই project এর গুরুত্ব তুলে ধরতে হবে অভিভাবক দের মধ্যে।


তারপর ক্লাস/ শাখা অনুযায়ী Plan তৈরি করতে হবে। Plan এর এক কপি সংশ্লিষ্ট SI অফিসে জমা করতে হবে। STUDENT দের থেকে প্রাপ্ত PROJECT WORK বা VISIT এর মাধ্যমে প্রাপ্ত তথ্য কে Analysis করে একটি Formative Evaluation প্রক্রিয়া ও করা যেতে পারে। সে ক্ষেত্রে Peacock Model এর ব্যবহার করা যেতে পারে।


বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে যে Time Line দেয়া হয়েছে সেই মোতাবেক পুরো Project টি পরিচালনা করতে হবে বলে জানাগিয়েছে।