Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে

bomb


তৃণমূলের শ্রমিক সংগঠনের অঞ্চল সহ-সভাপতি বাড়ির সামনে বোমাবাজি অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। 

শুক্রবার গভীর রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ তৃণমূলের শ্রমিক সংগঠনের পচাগড় অঞ্চল সহ-সভাপতি রমেন প্রামাণিকের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে। 

ওই তৃণমূল নেতা অভিযোগ করে বলেন, রাতে পেট্রলপাম্প সংলগ্ন এলাকায় একটি গ্যারেজে বসে সকলের সাথে গল্প করছিলাম। সেই সময় হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পাই। তারপরেই বাড়ি থেকে ফোন এলো। বাড়িতে এসে দেখি আমার ঘরের বিছানায় বোমের কিছু অংশ পড়ে রয়েছে এবং বাড়ির বাইরেও। তৎক্ষণাৎ খবর দেই মাথাভাঙ্গা থানায়। 

তিনি অভিযোগ করে বলেন, যেহেতু দিনভর বিজেপির ডাকা বনধের বিরোধিতায় পথে নেমেছিলাম, তাই হয়তো বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। 

যদিও বিজেপির বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে, স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, শাসক দল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফলেই বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয়।  

এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও নতুন করে মাথাভাঙ্গার পচাগড় উত্তপ্ত হলো। তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতার বাড়ির সামনে যে ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় । ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙ্গা থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code