World Consumer Rights Day: বিশ্ব ক্রেতা অধিকার দিবস আজ, জানুন দিনটির গুরুত্ব

CE-AH
0

World Consumer Rights Day: বিশ্ব ক্রেতা অধিকার দিবস আজ, জানুন দিনটির গুরুত্ব

World Consumer Rights Day


বিশ্ব ক্রেতা অধিকার দিবস আজ। প্রতিবছর ১৫ই মার্চ দিনটিকে বিশ্ব ক্রেতা অধিকার দিবস হিসেবে পালন করা হয়। রোজ বিশ্বজুড়ে কেনা আর বেচা দুটোই চলতে থাকে। এর মাঝে ক্রেতাদের প্রতি যেন কোনো অবিচার না হয় তার জন্য দরকার সুরক্ষাকবচ। ইন্টারন্যাশনাল কনজিউমার মুভমেন্টেরই বৃহত্তর অংশ হল এইরকম একটি দিন ভাবনা।



মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি প্রেরনায় ১৯৮৩ সালে প্রথম এই দিনটির কথা ভাবা হয়। ১৯৬২ সালের ১৫ মার্চ তারিখেই তিনি মার্কিন কংগ্রেসে এ নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন। তিনিই বিশ্বের প্রথম নেতা যিনি এই বিষয়ে ভাবনাচিন্তা করেছিলেন।



এ বছরের থিম হল-- এমপাওয়ারিং কমজিউমার্স থ্রু ক্লিন এনার্জি ট্রানজিশন। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top