Aadhaar Card News Update : আধার নিয়ে বড় ঘোষণা, ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে পাবেন সুযোগ
সম্প্রতি Unique Identification Authority of India এর পক্ষ থেকে বলা হয়েছে ১০ বছর আগে যারা আধার কার্ড বানিয়েছে কিংবা ১০ বছরের মধ্যে যাদের আধার কার্ডে কোন আপডেট করা হয়নি তাদের অবশ্যই তথ্য আপডেট করতে হবে। তবে এই আপডেট প্রক্রিয়ায় ১৪ জুন পর্যন্ত কোন টাকা লাগবে না।
UIDAI এর পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছিল - যদি আপনার Aadhaar 10 বছরেরও বেশি আগে তৈরি করা হয় এবং আপডেট না করা হয়, তাহলে আপনাকে আপনার 'পরিচয়ের প্রমাণ' এবং 'ঠিকানার প্রমাণ' নথি আপলোড করে এটি পুনরায় যাচাই করার জন্য অনুরোধ করা হচ্ছে। অনলাইনের জন্য ফি 25 টাকা এবং অফলাইনের জন্য 50 টাকা লাগবে। তবে স্বস্তি যে এই ফি আপাতত লাগবে না।
আজ Unique Identification Authority of India এর পক্ষ থেকে জানানো হয়েছে-"আপনার Aadhaar কে শক্তিশালী করতে জনসংখ্যার বিবরণ আপডেট রাখুন। যদি আপনার আধার 10 বছর আগে ইস্যু করা হয়ে থাকে এবং কখনই আপডেট করা না হয়ে থাকে তবে আপনি এখন 15 মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত 'বিনামূল্যে' https://myaadhaar.uidai.gov.in-এ অনলাইনে পরিচয়ের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ নথি আপলোড করতে পারবেন।
কীভাবে অনলাইনে আপনার 'Proof of Identity' এবং 'Proof of Address' আপডেট করবেন জেনে নিন।
প্রথমে UIDAI এর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে নিতে হবে।
এরপর 'Proof of Identity' হিসাবে আপনার প্যান কার্ড অথবা অন্য যে কোন আইডিন্টি আপলোড করতে হবে।
একই ভাবে Proof of Address এ আপনার ভোটার কার্ডের PDF আপলোড করে দিন।
এরপর অনলাইনে ২৫ টাকা পেমেন্ট করতে হবে। ১৪ জুন ২০২৩ পর্যন্ত কোন টাকা লাগবে না।
এভাবেই আপনার আধার কার্ডের তথ্য যাচাই প্রক্রিয়া সম্পূর্ন হয়ে যাবে।
মনে রাখতে হবে KYC আপডেট করার জন্য, আবেদনকারীকে UIDAI দ্বারা অনুমোদিত নথি আপলোড করতে হবে।
খুবই ভালো সুযোগ যত তাড়াতাড়ি সম্ভব আপডেট করে নিতে হবে
ReplyDeleteAkdom subornno sujog
ReplyDeleteAmar kora ache ki moja
ReplyDeleteAto khub bhalo khobor.
ReplyDelete