মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিকাশরঞ্জনের
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। শুধু অভিযোগ তুললেন না, সোজা স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন করেছেন তিনি। বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করলে বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিলের পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল আলিপুর আদালতের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে আদালত অবমাননার অভিযোগ বিকাশের। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় চাকরি খাবেন না। যারা অন্যায় করেছে তাঁদের শাস্তি দিন কিন্তু আইনি অনুযায়ী চাকরি ফেরত দিন। ক্ষমতায় আসার পর কোনো সিপিআইএম ক্যাডারদের চাকরি খাইনি তোমরা কেন খাচ্ছো। আলিপুর কোর্টের অনুষ্ঠানে এমনিই ভাবে আবেগপ্রবণ হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
এদিন, বিচারপতি সুব্রত তালুকদার উপস্থিত ছিলেন তাঁর উদ্দ্যেশে তিনি বলেন, 'প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব, যিনি এখানে আছেন, এটা আমার ব্যক্তিগত মত, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।' বক্তব্যের এই অংশ ছাড়াও একাধিক অংশ নিয়ে অভিযোগ তোলা হয়েছে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর মামলায়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊