মহিলা মোবাইল টয়লেট নির্মল যান এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার





পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মহিলা পুলিশ কর্মীদের জন্য মোবাইল টয়লেট নির্মল যান উদ্বোধন করা হয়।শুক্রবার পুলিশ লাইন মাঠ এই মহিলা মোবাইল টয়লেট নির্মল যান এর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়, অতনু ঘোষাল মহিলা থানার আই সি বনানী রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং পুলিশ কর্মীগণ , অন্যান্যরা।



পুলিশ সুপার কামনাশিষ সেন বলেন অনেক সময় দেখা যায় অনেক জায়গায় লংটাইম ল এন্ড অর্ডার থাকার ফলে মহিলা পুলিশ কর্মীদের একটি সমস্যা দেখাদেয়। সেই কারনে এই মোবাইল টয়লেট নির্মল যান উদ্বোধন করা হয়।যাতে ডিউটি অবস্থায় থাকা কালীন কোনো মহিলা পুলিশ কর্মীদের টয়লেটের কোনো সমস্যা না হয় তাই এই উদ্যোগ। 



মোবাইল টয়লেট নির্মল যান গাড়ির ভেতরে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।একটিতে আছে ওয়াস রুম, অপর দুটিতে আছে শৌচাগার ও টয়লেট