Group D Case: সুপ্রীম কোর্টেও  গ্রুপ ডি পদে চাকরি বাতিল বহাল

supreme court of india



হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছে নবম-দশম শ্রেণির ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর। চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়।


২০১৬ সালের গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় যাঁরা বসেছিলেন তাঁদের মধ্যে ২৮২৩ জনের ওএমআর বিকৃত হয়েছে বলে স্বীকার করে কমিশন। এই ২৮২৩ জনের সুপারিশ দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৯১১ জন চাকরি করছেন রাজ্যের বিভিন্ন স্কুলে। তারপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় অবিলম্বে সেই ১৯১১ জনের ওএমআর শিট সাইটে আপলোড করার নির্দেশ দেন। এরপর তিনি তাঁদের চাকরি বাতিল করেন ও বেতন ফেরতের নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ও সুপ্রিম কোর্টে যান চাকরি হারানো কর্মীরা।


সুপ্রিম কোর্টেও গ্রুপ ডি পদে চাকরি বাতিল আপাতত বহাল। ১৯১১ শূন্যপদে এখনই নিয়োগ নয়। নির্দেশ সুপ্রিম কোর্টের। সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।


আইনজীবী পার্থসারথী দেববর্মন বলেন, “১৯১১ শূন্যপদ পূরণের আবেদন গ্রহণযোগ্য নয়। পরবর্তী শুনানি পর্যন্ত কোনও রকম কাউন্সেলিংয়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। এটা একটা অন্তবর্তী আদেশ। ২০ মার্চ পরবর্তী শুনানি। আমরা আবার আবেদন জানাব। মূল বক্তব্য, OMR শিট নিয়ে সিবিআই-এর দেওয়ার তথ্যের ভিত্তিতে চাকরি আইনি কিংবা বেআইনি বলে গণ্য করা যাবে না।”