Latest News

6/recent/ticker-posts

Ad Code

WB Strike: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে দুপক্ষই রাস্তায়

WB Strike: সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটে দুপক্ষই রাস্তায় 

WB DA Strike


সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান:- 


সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা শুক্রবারের রাজ্যজুড়ে কর্মচারি ধর্মঘট নিয়ে রাস্তায় দু পক্ষই। বেলা দশটা থেকে বর্ধমান ট্রেজারির গেট; প্রশাসনিক ভবন; স্কুল বোর্ড ও প্রাথমিক শিক্ষা সংসদের সামনে পিকেটিং শুরু করেন ধর্মঘটের সমর্থনকারীরা। তারা ঢোকার মুখে নিজেদের বক্তব্য তুলে ধরেন। যদিও কাউকে বাধা দেবেন না বলেও জানান তারা।




অন্যদিকে রাজ্য সরকারের সমর্থক ফেডারেশনের নেতারাও অফিসগুলোর সামনে যান। যারা অফিসে আসছেন তারা যাতে বাঁধা না পান না দেখছেন তারা। নিজেদের কথাও তুলে ধরছেন।




এরমধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে ধর্মঘটকারীরা ব্যানার লাগিয়ে পিকেটিং করছিলেন। গেটের সামনে। ধর্মঘটের বিরোধীরা এসে গেট খুলে দিতে বললে তারা খুলে দেন।




অন্যদিকে বর্ধমান আদালতে এদিন ধর্মঘটের বড় রকমের প্রভাব দেখা গেছে। এদিন ধর্মঘটের সমর্থনে হ্যান্ড মাইক লাগিয়ে প্রচার করেন ধর্মঘটের সমর্থনকারীরা। তারা তাদের দাবিগুলো তুলে ধরেন। এখানে অনেকেই কাজে যোগ দেন নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code