Rahul Gandhi: ২ বছর জেলের পর সাংসদ পদও গেল রাহুল গান্ধীর

CE-AH
0

Rahul Gandhi: ২ বছর জেলের পর সাংসদ পদও গেল রাহুল গান্ধীর

Rahul Gandhi


তিন বছর আগে ২০১৯-এ লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্যের জের ২বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। ২০১৯ সালে লোকসভা ভোটের প্রচারে মোদি পদবি নিয়ে মন্তব্য় করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। 



তিনি বলেছিলেন, সব চোরেদের পদবি মোদি কেন। এই মন্তব্যের কারণে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী পূর্ণেশ মোদি। সেই মামলাতেই সুরাত আদালত রাহুল গান্ধীকে (Rahul Gandhi) দুই বছরের কারাদণ্ড দেয়।




এবার সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্যপদ খারিজ । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল লোকসভার সচিবালয়। কেরলের (Kerala) ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী।




এনিয়ে বিজেপিকে একহাত নেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, "ওঁকে (রাহুল গান্ধী) খারিজ করার সব চেষ্টাই করেছে ওরা(বিজেপি)। যাঁরা সত্যি বলছেন, তাঁদের রাখতে চান না ওঁরা। কিন্তু, আমরা সত্যিটা বলে যাব। আমরা জেপিসি-র দাবি করব। প্রয়োজন পড়লে গণতন্ত্র রক্ষা করতে আমরা জেলে যাবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top