Dearness Allowance: ডিএ কেস নিয়ে বড় আপডেট


Supreme Court



ডিএ (Dearness Allowance) সহ একাধিক দাবীতে জোর কদমে চলছে বিভিন্ন আন্দোলন। গতকাল ধর্মঘটের পর আজ শুরু হয়েছে ডিজিটাল স্ট্রাইক। আর এরই মাঝে বেরিয়ে এলো ডিএ কেস নিয়ে বড় আপডেট।

পূর্ব নির্ধারিত সুপ্রিম কোর্টের ডিএ কেস (Dearness Allowance) এর শুনানির তারিখ নিয়ে বড় আপডেট বেড়িয়ে এসেছে। আগামী ১৫ তারিখ হচ্ছে না শুনানি। তার পরিবর্তে আগামী ১৩ মার্চ শুনানির দিন ধার্য হয়েছে। তবে সেই দিন নতুন তারিখের আবেদন রাখা হবে বলে জানাগিয়েছে। 

কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন-
"সম্প্রতি Supreme Court এক Curcular অনুযায়ি আাগামী 15/03/23 এবং 16/03/23 (বুধ ও বৃহঃ) এই দুদিন listed মামলাগুলি হবে না৷ Supreme Court এই দুদিনের মামলাগুলি Mention hearing এর মাধ্যমে তারিখ নির্ণয়ের অনুমতি দেন৷ সেই প্রেক্ষিতে আমাদের সুপ্রিম কোটের মাননীয় আইনজীবির Mention এর আবেদনের ভিত্তিতে আগামী 13/03/23 শুনানি দিন ধার্য হয়েছে৷ তিনি আগামী 17/03/23 (শুক্রবার) বা 20/03/23 (সোমবার) এই দু দিনের একটি দিন ধার্য করার অনুরোধ রাখবেন৷ পরবর্তী দিন (তারিখ) কবে পাওয়া যায়/ যাবে তা আগামী সোমবার  কর্মীবন্ধুদের জানিয়ে দেওয়া হবে৷"