PM Poshan, Mid Day Meal
একদিকে যখন বিদ্যালয়ের শিক্ষকরা অব্যাহতি চাইছেন মিড ডে মিল (Mid Day Meal) এর দায়িত্ব থেকে তখন মিড-ডে মিল নিয়ে এলো বড় খবর। এবার পরিবর্তন আসতে চলেছে মিড ডে মিল (Mid Day Meal) এর খাবারের তালিকায় ।
প্রসঙ্গত সর্বশিক্ষা অভিযানের পর থেকেই বাংলার প্রতিটি স্কুলে মিড ডে মিল শুরু হয়েছিল। যাতে কোনো ছাত্রছাত্রীকে খালি পেটে পড়াশুনা করতে না হয়। তাদের প্রোটিন পুষ্টির দায়িত্ব নিয়েছিল সরকার। প্রথমদিকে মিড ডে মিল (Mid Day Meal) শুকনা খাবারের প্রচলন থাকলেও পরবর্তিতে রান্না করা খাবার দেওয়া হয় মিড ডে মিল (Mid Day Meal) ।
মিড ডে মিল (Mid Day Meal) তৈরি করা হয় প্রতিদিনের আলাদা আলাদা খাবারের চার্ট। কোনদিন ডিম, কোনদিন সোয়াবিন , এই ধরণের খাবারের তালিকা করে তালিকা অনুসারে দেওয়া হয় মিড ডে মিল (Mid Day Meal) ।
আগামী আর্থিক বৎসর থেকে মিড ডে মিল (Mid Day Meal) এ আসতে চলেছে পরিবর্তন। সপ্তাহে ১ দিন লাড্ডু বা বিস্কুট দেওয়া হবে মিড ডে মিল (Mid Day Meal) এর খাবারের সাথে৷ পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে আজ প্রকাশিত এক নির্দেশিকায় বলা হয়েছে PM Poshan প্রকল্পে কেন্দ্রীয় কমিটির পরিদর্শনের পর তাদের সুপারিশক্রমে আগামী আর্থিক বছর থেকে মিড ডে মিল (Mid Day Meal) এর তালিকায় যুক্ত হতে চলেছে লাড্ডু বা বিস্কুট জাতীয় খাবার (Millet based meal in dry forms either biscuits or Laddu at once a week)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊