Latest News

6/recent/ticker-posts

Ad Code

SSC Group C SCAM: '0'-র বদলে '৫৭', গ্রুপ সি-র ৩৪৭৮ জনের OMR প্রকাশ করলো কমিশন

SSC Group C SCAM: '0'-র বদলে '৫৭', গ্রুপ সি-র ৩৪৭৮ জনের OMR প্রকাশ করলো কমিশন 

SSC group c Scam


স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি (SSC Group C SCAM) নিয়ে নয়া তথ্য। ভয়াবহ দুর্নীতির ছবি উঠে আসলো এবার। পরীক্ষায় প্রাপ্ত নম্বর শূন্য, বাড়িয়ে করা হয়েছে ৫৭! প্রাপ্ত নম্বর ১, বাড়িয়ে করা হয়েছে ৫৪! ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)। হাইকোর্টের নির্দেশে এই তালিকা (SSC Group C SCAM) প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।






সেই তালিকা (SSC Group C SCAM) প্রকাশ হতেই নম্বর জালিয়াতির ছবি স্পষ্ট। ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বর বাড়ানো হয়েছে (SSC Group C SCAM)।




এদিকে, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি-র চাকরিহারারা। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই রায়কেই চ্যালেঞ্জ (SSC Group C SCAM) করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল চাকরিহারা ৮৪২ জন কর্মী।


চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code