SSC Group C SCAM: '0'-র বদলে '৫৭', গ্রুপ সি-র ৩৪৭৮ জনের OMR প্রকাশ করলো কমিশন 

SSC group c Scam


স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি (SSC Group C SCAM) নিয়ে নয়া তথ্য। ভয়াবহ দুর্নীতির ছবি উঠে আসলো এবার। পরীক্ষায় প্রাপ্ত নম্বর শূন্য, বাড়িয়ে করা হয়েছে ৫৭! প্রাপ্ত নম্বর ১, বাড়িয়ে করা হয়েছে ৫৪! ৩ হাজার ৪৭৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল এসএসসি (SSC)। হাইকোর্টের নির্দেশে এই তালিকা (SSC Group C SCAM) প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন।






সেই তালিকা (SSC Group C SCAM) প্রকাশ হতেই নম্বর জালিয়াতির ছবি স্পষ্ট। ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বর বাড়ানো হয়েছে (SSC Group C SCAM)।




এদিকে, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গ্রুপ সি-র চাকরিহারারা। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই রায়কেই চ্যালেঞ্জ (SSC Group C SCAM) করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল চাকরিহারা ৮৪২ জন কর্মী।


চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।