Banana Benefit, Banana Peel, Banana Peel Skin Care
পুষ্টিগুণ সম্পর্কে সবাই কমবেশি জানে কিন্তু স্বাস্থ্য ভালো রাখতে কলা খাওয়ার উপকারিত কতটা জরুরী হতে পারে, তা কি জানেন ? কলা (Banana) শরীরের সুস্থ্যতা বৃদ্ধি করতে যথেষ্ট গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আমাদের অনেকেরই অজানা প্রতিনিয়ত কলা খেলে শরীরের কি রকম উপকার করে এবং কি ধরণের ব্যাধি নিরাময় হয়।
অন্য যে কোন ফলের চেয়ে কলায় (Banana) শর্করার পরিমাণ বেশি। কলায় (Banana) ক্যালোরি যেমন বেশি ঠিক তেমনই এতে বিভিন্ন পুষ্টিগুণও বেশি। যা শরীরের জন্য অনেক উপকারী। কলায় পটাসিয়াম, মিনারেল, ভিটামিন সি’তে পরিপূর্ণ। ভিটামিন, মিনারেলের পাশাপাশি অ্যান্টি-অক্সিডেন্টও পাওয়া যায় কলায় (Banana)।
আসুন এখন জেনে নেই প্রতিদিন একটি করে কলা খেলে কি কি উপকার হতে পারে
- কলা (Banana) উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।
- কলা (Banana) শরীরের ক্লান্তি দূর করে- ফলে সহজেই ঘুম আসে।
- কলা (Banana) কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
- কলায় (Banana) রয়েছে পর্যাপ্ত পরিমাণ ফাইবার। যা হজমে সহায়তা করে ।
- পুষ্টিবিদরা বলেন, যারা কলা (Banana) খেতে পছন্দ করেন তারা বিভিন্ন খাবারের পরিবর্তে খাদ্য তালিকায় কলা রাখতে পারেন। এটি ওজন কমাতে সাহায্য করবে।
তবে ভারি খাবারের সঙ্গে কলা খাবেন না। পুষ্টিবিদরা বলেন খাবার খাওয়ার এক থেকে দেড় ঘণ্টা পরে কলা (Banana) খেতে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊