Small Savings Scheme : সুখবর, বৃদ্ধি পেলো বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের  সুদ



indian rupee


নতুন আর্থিক বছরে সব থেকে বেশি সুদ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে। আজ অর্থ মন্ত্রক আগামী ৩০ জুন ২০২৩ পর্যন্ত বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Small Savings Scheme) সুদ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে সবথেকে বেশি সুদ পাওয়া যাচ্ছে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে, আগামী ৩১ মার্চ পর্যন্ত ৭.৬ শতাংশ এবং আগামী ৩০ জুন পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হবে ৮ শতাংশ।


একনজরে দেখে নিন বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের (Small Savings Scheme) নির্ধারিত সুদের পরিমাণ-
যে কোন সেভিংস ডিপোজিটে ৩০ জুন ২০২৩ পর্যন্ত ৪ শতাংশ সুদ


১ বছরের ডিপোজিটে (1 Year Time Deposit) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৬.৬ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৬.৮ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত


২ বছরের ডিপোজিটে (2 Year Time Deposit) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৬.৮ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৬.৯ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত


৩ বছরের ডিপোজিটে (3 Year Time Deposit)৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৬.৯ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৭ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত


৫ বছরের ডিপোজিটে (5 Year Time Deposit) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৭.৫ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত




৫ বছরের রেকারিং ডিপোজিটে (5 Year Recurring Deposit) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৫.৮ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৬.২ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত




সিনিয়ার সিটিজেন সেভিংস (Senior Citizen Savings Scheme) স্কিমে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭.১ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৭.৪ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত




মান্থলি ইনকাম অ্যাকাউন্ট (Monthly Income Account) স্কিমে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭.১ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৭.৪ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত




ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (National Savings Certificate) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৭.৭ শতাংশ-৩০ জুন ২০২৩ পর্যন্ত




পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (Public Provident Fund Scheme) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭.১ শতাংশ , তা অপরিবর্তিত থাকবে ৩০ জুন ২০২৩ পর্যন্ত




কিষান বিকাশ পত্র (Kisan Vikas Patra) (১২০ মাসে ম্যাচুরিটি) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭.২ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৭.৫ শতাংশ (১১৫ মাসে ম্যাচুরিটি) -৩০ জুন ২০২৩ পর্যন্ত




সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে (sukanya samriddhi yojana ) ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ছিলো ৭.৬ শতাংশ , তা বৃদ্ধি পেয়ে হবে ৮ শতাংশ হবে ৩০ জুন ২০২৩ পর্যন্ত