SSC Group C SCAM: চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ সদ্য চাকরি হারা ৮৪২ গ্রুপ সি কর্মীর

highcourt



স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পদে ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেই রায়কেই চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গেল চাকরিহারা ৮৪২ জন কর্মী। চাকরি বাতিলের নির্দেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টের বিচারপতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা।



সুপারিশ ছাড়া ৫৭ জন সহ মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপারিশপত্র ছাড়াই এসএসসি গ্রুপ সি’র ৫৭ জনের চাকরি নিয়ে শুক্রবারই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার সেই মামলা গড়ালো ডিভিশন বেঞ্চে। আগামী সপ্তাহেই শুনানির সম্ভাবনা।



বিচারপতি, ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে। বাকি ৫৭ জনকে কোনো সুপারিশ পত্র দেয়নি কমিশন হলফনামা দিয়ে জানায় স্কুল সার্ভিস কমিশন। সবমিলে ৮৪২ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি।




২০১৬ র নিয়োগ প্রক্রিয়ায় গ্রুপ সি-তে চাকরি পান ২০৩৭ জন। যাদের চাকরি গেল তাঁদের স্কুলে ঢুকতে পারবে না এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। চাকরিচ্যুতদের বেতন ফেরতের বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন বিচারপতি।




১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 'র‍্যাঙ্ক জাম্প-সহ অন্য দুর্নীতির কারণে ওয়েটিং লিস্টে থাকলে, কাউন্সেলিংয়ে নয়'। ২৫ মার্চের মধ্যে কাউন্সেলিং শেষ করার নির্দেশ ছিল হাইকোর্টের।