WTC Final: অপেক্ষার অবসান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
অবশেষে অপেক্ষার অবসান। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল ভারত। সোমবার ক্রায়েস্টচার্চে নিউজিল্যান্ড রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে (New Zealand vs Sri Lanka) হারাতেই রোহিত শর্মাদের ফাইনালে খেলার সুযোগ মিলে গেল।
চলতি বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy 2023) চতুর্থ তথা শেষ টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium, Ahmedabad)। এই টেস্টের সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আর কোনো সমীকরণ থাকলো না।
আগামী ৭-১১ জুন লন্ডনের ঐতিহাসিক ওভালে বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার খেতাবি লড়াইয়ে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। এর আগে ২০২১-এ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলে ভারত কিন্তু ট্রফি জয় করতে পারেনি। এবার ভারতের সামনে ফের একবার হাতছানি। এদিকে নয়টা বছর পেরিয়ে গেল কোনো আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি ভারত। এখন দেখার অবশেষে সেই ট্রফি ভারতের হাতে ওঠে কিনা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊