Latest News

6/recent/ticker-posts

Ad Code

Strike: ১০ মার্চ বন্ধের প্রস্তুতি জোরকদমে, প্রশ্ন উঠছে মাধ্যমিকের খাতা সংগ্রহ নিয়ে

Strike: ১০ মার্চ বন্ধের প্রস্তুতি জোরকদমে, প্রশ্ন উঠছে মাধ্যমিকের খাতা সংগ্রহ নিয়ে 

Strike




মাধ্যমিক পরীক্ষা আজ শেষ, এবার খাতা দেখার পালা। আগামী ৮ মার্চ থেকে শুরু হবে মাধমিকের খাতা ডিস্ট্রিবিউশন ক্যাম্প। কিন্তু ১০ মার্চ রাজ্য জুড়ে হতে চলেছে বন্ধ। সংগ্রামী যৌথমঞ্চের ডাকে ইতিপূর্বে যে কয়টি কর্মসূচী নেওয়া হয়েছিলো তাতে ব্যাপক সাড়া পড়েছে। এবার ১০ মার্চ ডাকা বন্ধেও ব্যাপক সাড়া পড়বে বলেই মনে করছে মঞ্চ।

ফলে ১০ মার্চ ধর্মঘট থাকায় সেদিন মাধ্যমিকের খাতা বিতরণের যে দিন নির্ধারন করা হয়েছে, তা পরিবর্তন করার আবেদন করলেন শিক্ষকরা। এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদর্ষকে চিঠিও দেওয়া হয়েছে।

শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘আগামী ১০ তারিখ সারা রাজ্যে তিনটি দাবিতে স্কুল, কলেজ, সরকারি অফিসে সর্বত্র ধর্মঘট ডাকা হয়েছে। ঐদিন রাজ্যে বিভিন্ন জেলায় মাধ্যমিক পরীক্ষার খাতা বিতরণের দিন ধার্য রয়েছে। আমরা মধ্যশিক্ষা পর্ষদকে চিঠি দিয়ে আবেদন জানাচ্ছি ওই দিনটি ধর্মঘর্মট থাকায় নির্ধারিত ওই কর্মসূর্মচি পরিবর্তনর্ত করা হোক। কেননা সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাগণ ঐদিন ধর্মঘটর্ম পালন করবেন।’

তবে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, অবস্থান-আন্দোলন, কর্মবিরতি এবং ধর্মঘট যারা করছেন, তারা প্রথম থেকেই পরীক্ষা ব্যবস্থাকে এ সবের আওতার বাইরে রেখেছেন। ১৪ মার্চ শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার সময়ে মাধ্যমিকের খাতা বিলি করা যাবে না। ১৫ মার্চ উচ্চ মাধমিক পরীক্ষা নেই বলে খাতা বিলি রাখা হয়েছে। ফলে, একদিনও এদিক-ওদিক করা যাবে না। খাতা বিলিতে একদিন বিলম্ব হলেও ফল প্রকাশেও তার প্রভাব পড়বে।"

পর্ষদের পক্ষ থেকে  পর্যাপ্ত পরিবহনের কথাও বলা হয়েছে, যাতে কোন পরীক্ষকের খাতা সংগ্রহ করতে যেতে কোন অসুবিধা না হয়। 

ফলে প্রশ্ন উঠছে ১০ মার্চ খাতা আনতে যদি শিক্ষকদের যেতে হয় তবে বন্ধ সমর্থন তারা কীভাবে করবেন। নাকি পর্ষদ নতুন তারিখ ঘোষণা করবে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code