LPG Price Hike : রান্নার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, পথ অবরোধ
রান্নার গ্যাসের দাম বাড়ানোর (LPG Price Hike) প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে বল্লভপুরে পথ অবরোধ করে সিপিআই(এম)।
বৃ্হস্পতিবার বল্লভপুরে মোদী ও মমতা সরকারের সমালোচনা করে বিক্ষোভসভায় দাবি ওঠে, রান্নার গ্যাসের দাম (LPG Price Hike) প্রত্যাহার করতে হবে। 'গরিব কা দুশমন মোদি সরকার হায় হায়' স্লোগানে লাল ঝাণ্ডা নিয়ে ১০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
এদিন বক্তব্য রাখেন, পার্টিনেতা হেমন্ত প্রভাকর, মলয় মণ্ডল প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, গ্যাসের দাম বৃদ্ধি (LPG Price Hike) , আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকারত্বের ফলে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা বেড়েই চলেছে। রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির (LPG Price Hike) কারণে অমর উজালা প্রকল্পের সুবিধা নিতে পারছেন না।
সবর্ত্র তীব্র আন্দোলনের ডাক দিয়ে সাগরদীঘিতে বামমোর্চার জয় কে অভিনন্দন জানায় নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊