দিনহাটার রংপুর রোডে ওকড়াবাড়ী বাজারে ভয়াবহ দুর্ঘটনা, উল্টে গেছে গাড়ি, আহত তিন

Road Accident

সীমান্তবর্তী দিনহাটার ওকড়াবাড়ি বাজারে দাড়িয়ে থাকা ট্রাক্টরে ধাক্কা ছোট গাড়ির, ঘটনায় উত্তেজনা। শুক্রবার রাত আনুমানিক ১০:৪০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের ওকরাবাড়ি এলাকার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শাখার সামনে রংপুর রোডে। 



ঘটনা প্রসঙ্গে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওকড়াবাড়ি মসজিদের সামনে একটি ট্রাক্টর দাঁড়িয়েছিল। সেই সময় দিনহাটার দিক থেকে আসা একটি জাইলো গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিতে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় উল্টে যায় ছোট গাড়িটি পাশপাশি ক্ষতিগ্রস্ত হয় দাঁড়িয়ে থাকা ট্রাক্টর টিও। তবে এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায়।



স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। স্থানীয়রা সহযোগিতায় জাইলো গাড়িটিতে থাকা চালক ও একজন যাত্রীকে উদ্ধার করে। খবর পেয়েই স্থানীয় মানুষজনের জমায়েত হলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। পরে অবশ্য দিনহাটা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।