নবম-দশমে সিঙ্গল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রাখলো ডিভিশন বেঞ্চ
নবম-দশম শিক্ষক নিয়োগ মামলায় বড় ধাক্কা খেল অযোগ্য শিক্ষকরা। নবম-দশমে যে ৮০৫ জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলো ডিভিশন বেঞ্চও। ৮০৫ জন শিক্ষকের চাকরি বাতিল নিয়ে মামলার শুনানিতে সায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ। কিন্তু এদিন সেই মামলাতেই হস্তক্ষেপ না করার কথা জানালো বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
ডিভিশন বেঞ্চ রায়ে স্পষ্ট করেন, এসএসসি ১৭নম্বর ধারা প্রয়োগ করে চাকরি বাতিল করছে সেখানে হস্তক্ষেপ করতে চায় না ডিভিশন বেঞ্চ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে ৯৫২ জনের বিকৃত ওএমআর শিট প্রকাশ করে কমিশন সেখান থেকে ৮০৫ জনের চাকরিতে যোগ দেন। তাঁদের চাকরি বাতিল প্রক্রিয়া শুরু করেছে কমিশন। ইতিমধ্যে ৬১৮ জনের তালিকা প্রকাশ করে সুপারিশপত্র প্রত্যাহার করেছে কমিশন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊