Latest News

6/recent/ticker-posts

Ad Code

Udyan Guha: 'তৃতীয় বিভাগে পাস করে প্রাথমিক শিক্ষকের চাকরি', উদয়নের নিশানায় সেলিম!

Udyan Guha: 'তৃতীয় বিভাগে পাস করে প্রাথমিক শিক্ষকের চাকরি', উদয়নের নিশানায় সেলিম! 


Udyan Guha



নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য। বাম আমলের দুর্নীতি নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এবার বাম জামানার দুর্নীতি ইস্যুতে নিশানা করলেন মহম্মদ সেলিমকেও। ৫ জনের নাম নিয়ে ফেসবুক পোস্টে তুলে ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে আক্রমণ উদয়ন গুহের।



এদিন উদয়ন গুহ লেখেন, "আজ সেলিমের জন্য,এরা সবাই ৩য় বিভাগে পাস করে প্রা:শিক্ষিকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন।"



উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাম জামানায় নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তাঁর বাবা বাম নেতা কমল গুহকে কাঠগড়ায় তুলতেও ছাড়েননি তিনি। এর মাঝেই আজ ফের ফেসবুক পোস্টে সেলিমকে আক্রমণ শানালেন উদয়ন গুহ।



নিয়োগ দুর্নীতি নিয়ে যখন তোলপাড় রাজ্যে তখন বাম আমলের নিয়োগের অস্বচ্ছতার অভিযোগে পাল্টা সরব হয়েছে তৃণমূল।


প্রসঙ্গত বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছেন উদয়ন গুহ। তাঁর সেই অভিযোগের প্রেক্ষিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেছিলেন- 'মৃত বাবার পিন্ডি দান করে শুনেছি, কিন্তু একজন ছেলে হয়ে পিতৃঋণ শোধ করার বদলে কোনও ছেলে যে পিন্ডি চটকাতে পারে, এটা তৃণমূলে গিয়ে বুঝিয়ে দিলেন উদয়ন গুহ।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code