Nisith Pramanik Convoy Attack: বুড়িরহাট কাণ্ডে প্রাথমিক অনুসন্ধান করতে চায় CBI, রিপোর্ট তলব হাইকোর্টের
কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কনভয়ের ওপর হামলার ঘটনায় এবার রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। দু’দিনের মধ্যে কেস ডায়েরি ও রিপোর্ট দিতে হবে রাজ্যকে।
গত শনিবার কোচবিহারের দিনহাটার বুড়িরহাটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। স্বয়ং নিশীথ প্রামাণিক সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন- কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ও পাথর ছোড়া হয়েছে।
এই ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে বিজেপি। ওই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ছিল সেই মামলার শুনানি।
কেন্দ্রের দাবি, রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। অভিযোগ, আসল অভিযুক্তদের গ্রেফতার না করে তার পরিবর্তে বিজেপি সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। প্রয়োজনে সিআইএসএফ বাহিনী মোতায়েন করতে প্রস্তুত বলেও জানিয়েছে কেন্দ্র।
আদালতে সওয়াল করতে গিয়ে বিজেপির (BJP) আইনজীবী বলেন- "এফআইআর করতে গেলেও নেওয়া হয়নি"।
কেন্দ্রের আইনজীবীর বক্তব্য- 'কেন্দ্রীয় মন্ত্রীর গতিবিধি সম্পর্কে রাজ্য পুলিশ অবগত থাকে,এই হামলায় রাজ্যের মদত আছে', । কেন্দ্রের আইনজীবী আরও বলেন- 'আদালত চাইলে আমরা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে প্রস্তুত।"
CBI এর আইনজীবী আদালতে জানান- সিবিআই (CBI)-কে প্রাথমিক অনুসন্ধান করতে দেওয়া হোক।"
সিবিআইএর (CBI) বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, মামলার তদন্তভার এখন হস্তান্তর হয়নি। এই অবস্থায় সিবিআই নিজে অনুসন্ধান করতে চাইছে, সেটা কোন আইনের প্রেক্ষিতে? প্রধান বিচারপতি আরও বলেন, ‘এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্যের বক্তব্য শুনতে হবে। শুক্রবার তারা রিপোর্ট নিয়ে আসুক।’
আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের (High Court)। আগামী শুক্রবার দুপুর ১২ টায় এই মামলার ফের শুনানি রয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊